বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ছয় মাসের মধ্যে রেকর্ড শনাক্ত

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ১৩:৩৩

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রধান ড. রনদীপ গুলেরিয়া বলেন, ‘করোনার নতুন এক ধরনের কারণে এর সংক্রমণ বাড়তির দিকে। গত বড়দিনের সময় করোনার মিউটেশনের সময় যুক্তরাজ্যে যে পরিস্থিতি ছিল, ভারতের অবস্থা এখন ঠিক সেরকমই।’

ভারতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৪৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনের হিসাবে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত বছরের ২ অক্টোবর ৮১ হাজার ৪৮৪ জন শনাক্ত দেখেছিল ভারত।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৬৯ জনের। একদিনের হিসাবে গত চার মাসে এটি সর্বোচ্চ মৃত্যু।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহারাষ্ট্র, ছত্তিসগড়, কর্ণাটক, পাঞ্জাব, কেরালা, তামিল নাড়ু, গুজরাট ও মধ্য প্রদেশে দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

মহারাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে রাজ্য সরকার। এ ছাড়া করোনার আরটি-পিসিআর পরীক্ষা এক হাজার রুপি থেকে কমিয়ে ৫০০ রুপি করা হয়েছে। দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার খরচও কমানো হয়েছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ফের স্কুল বন্ধ, জনসমাগমের ক্ষেত্রে বিধিনিষেধ, উচ্চ সংক্রমণ জেলায় লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রধান ড. রনদীপ গুলেরিয়া এনডিটিভিকে বলেন, ‘করোনার নতুন এক ধরনের কারণে এর সংক্রমণ বাড়তির দিকে। গত বড়দিনের সময় করোনার মিউটেশনের সময় যুক্তরাজ্যে যে পরিস্থিতি ছিল, ভারতের অবস্থা এখন ঠিক সেরকমই।’

পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ২ হাজার ১১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪২৮ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা প্রায় ১২ কোটি। আর এ ভাইরাসে মৃত্যু হয়েছে ২৮ লাখের মতো মানুষের।

এ বিভাগের আরো খবর