টিকা নেয়ার ৬৩ দিন পর করোনা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হঠাৎ করে শ্বাসকষ্ট ও জ্বর দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার ফলাফল আসে পজেটিভ। আমি সুস্থ এবং স্বাভাবিক আছি। বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছি।’
গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন নাসিমা সুলতানা। সেই হিসাবে, ২৭ মার্চ দ্বিতীয় ডোজের টিকা নেয়ার কথা ছিল তার।
নাসিমা সুলতানা বলেন, ‘হয়তো দুই-এক দিনের মধ্যে টিকা নেয়ার এসএমএস পাবার কথা ছিল। তবে তার আগেই করোনা পজিটিভ এসেছে, যে কারণে এখন দ্বিতীয় ডোজ নেয়া সম্ভব হবে না।’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘এক বছর করোনা নিয়ন্ত্রণে ছুটি ছাড়া কাজ করে যাচ্ছি। এখন করোনার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আপনাদের সবার কাছে একটি অনুরোধ, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন।’
বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্তের বিয়ষটি তিনি ফেসবুক পোস্টে জানান। লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’
এক সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরেরর মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ সংস্থাটির পাঁচ থেকে সাতজন একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হন।