বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নেয়ার ২ মাস পর করোনায় আক্রান্ত এমপি মজিদ

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ১৪:৩৪

ব্যক্তিগত সহকারী সেলিম উদ্দিন বলেন, এমপি আব্দুল মজিদ খান গেল ৯ ফেব্রুয়ারি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হলেন।

টিকার প্রথম ডোজ নেয়ার প্রায় দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মজিদ খান।

তার ব্যক্তিগত সহকারী সেলিম উদ্দিন জানান, সোমবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট এলে এমপি মজিদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সেলিম নিউজবাংলাকে বলেন, এমপি মজিদ কয়েক দিন ধরে ঠান্ডা-সর্দিতে ভুগছিলেন। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না। রোববার ঢাকায় করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন। সোমবার রাতে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এখন তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, আব্দুল মজিদ খান গেল ৯ ফেব্রুয়ারি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হলেন।

এমপি মজিদ বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও।

টিকার প্রথম ডোজ নেয়ার পরও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই তালিকায় রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী ও সরকারের উচ্চপর্যায়ের অনেকে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

টিকা নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

টিকা নিয়ে আক্রান্ত হওয়া ব্যক্তিদের তালিকায় অনেক সাধারণ মানুষও রয়েছেন, যাদের খবর সংবাদমাধ্যমে খুব একটা আসেনি।

শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও এমন ঘটনা ঘটছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘টিকা নেয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে ১৪ থেকে ২১ দিন সময় লাগে। অ্যান্টিবডি তৈরি না হলে অবশ্যই করোনায় আক্রান্ত হতে পারে। এটা স্বাভাবিক।

‘করোনা প্রতিরোধে ডোজ দিতে হবে দুইটা। বাংলাদেশে এ পর্যন্ত একটি ডোজ দেয়া হয়েছে। এক ডোজ দিলে পূর্ণ সুরক্ষা নিশ্চিত হয় না। দ্বিতীয় ডোজ দিলে তখন সুরক্ষা বেশি মেলে। তা-ও ১০০ ভাগ নয়; ৯২ শতাংশ সুরক্ষা দেবে।’

এ বিভাগের আরো খবর