করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা ক্রমেই কমছে। এক মাস আগে ২ লাখের বেশি মানুষ টিকা নিলেও এখন তা অর্ধলাখে ঠেকেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন।
সোমবার সন্ধ্যায় দেয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণটিকা দেয়া শুরুর পর ৪৫ দিনে টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন এবং নারী ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনজনসহ মোট ৯৩১ জন টিকাগ্রহীতার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে মাত্রা খুবই মৃদু। কারও সামান্য জ্বর কিংবা বমি হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ জন। এ ছাড়া ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা নেন আরও ৫৬৭ জন।
রাজধানীতে ৪৩টি এবং রাজধানীর বাইরে ৯৫৫টি স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রম চলছে।
গত এক দিনে জেলাভিত্তিক সবচেয়ে বেশি টিকা দেয়া হয় ঢাকায়, ৬ হাজার ৩৯৪ জনকে। সবচেয়ে কম বরগুনায়, ২৯ জনকে।
ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৪ হাজার ৪৭৯ জন। তাদের মধ্যে রাজধানীর একজনের শরীরেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগে টিকা দেয়া হয়েছে ৯ হাজার ৭৮০ জনকে। কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ৯ হাজার ৫০৯ জন। এই বিভাগেও কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। খুলনা বিভাগে ৭ হাজার ৪৯৮ জনের মধ্যে একজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে।বরিশালে টিকা দেয়া হয়েছে ১ হাজার ৫৬০ জনকে। এই বিভাগেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। সিলেট বিভাগে ২ হাজার ৫২১ জন টিকাগ্রহীতার মধ্যে দুজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রংপুরে ৫ হাজার ৯২ জনকে টিকা দেয়া হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয়েছে ৬ হাজার ৩৬ জনকে। কারও মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।