রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার রাত ১১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
আইসিইউ বিভাগের প্রধান মোস্তফা কামাল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত থেকে হান্নান লাইফ সাপোর্টে ছিলেন।
হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সারা দিনই তিনি রোগী দেখেছেন। কোনো সমস্যা ছিল না। হঠাৎ অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়। পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত। পরদিন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
নওশাদ বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাবার চেষ্টা করেছি। কিন্তু অবস্থা ক্রিটিকাল হওয়ায় এয়ারে নেয়া সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় আইসিইউতেই চিকিৎসা দেয়া হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।’