বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোথায় গেলে মিলবে আইসিইউ?

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ২১:৪০

দ্বিতীয় ঢেউয়ে করোনা রোগী হুহু করে বাড়ছে। রাজধানীতে এখন আইসিইউর জন্য হাহাকার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৫২টি আইসিইউ শয্যা ফাঁকা দেখালেও বাস্তবে রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে থাকেন আলমগীর হোসেন। পেশায় বেসরকারি চাকরিজীবী। দিন দশেক আগে করোনা আক্রান্ত হন। নিজ ঘরে বিচ্ছিন্ন হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দিন কয়েক পার হতেই শ্বাসকষ্ট শুরু হয় তার। দেরি না করে চলে যান মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৯ মার্চ সেখানে ভর্তি হন আলমগীর। তার অবস্থা বিবেচনা করে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। ওই সময় মুগদায় কোনো আইসিইউ ফাঁকা ছিল না।

রাজধানীর এভারকেয়ার, স্কয়ার, ইউনিভার্সাল, আনোয়ার খান মডার্ন, ইউনাইটেড- সবখানে হন্যে হয়ে আইসিইউ খুঁজতে থাকেন রোগীর স্বজনেরা। কিন্তু কোথাও আইসিইউ ফাঁকা নেই। সবকটিতে সংকটাপন্ন রোগী।

আলমগীরের অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন সাপোর্ট নিয়ে করোনার বিরুদ্ধে লড়ছিলেন তিনি। শেষমেশ সোমবার সকালে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউর ব্যবস্থা হয় তার। হাঁপ ছেড়ে বাঁচেন তার স্বজনেরা।

রাজধানীতে এখন আইসিইউর জন্য হাহাকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি হুট করে অবনতি হওয়ার কারণ তৈরি হয়েছে এই অবস্থা। সংক্রমণ ঠেকাতে পারলে এই সংকট থাকবে না বলে মনে করেন তারা।

আইসিইউ সংকট বেশি রাজধানীতে

গোটা দেশের সঙ্গে তুলনা করলে রাজধানীতে আইসিইউ সংকট সবচেয়ে বেশি। রোগীর স্বজন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে ফিরছেন। আইসিইউ পেতে উচ্চপর্যায় থেকেও আসছে তদবির।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সরকারি-বেসরকারি মিলিয়ে বিশেষায়িত করোনা হাসপাতালের সংখ্যা ১৯। যেখানে সব মিলিয়ে আইসিইউর সংখ্যা ২৬৩। শেষ খবর পাওয়া পর্যন্ত রোগী ভর্তি আছে ২১১টিতে। আর ফাঁকা আছে ৫২টি আইসিইউ শয্যা।

পরিসংখ্যান বলছে, রাজধানীতে ৮০ দশমিক ২৩ শতাংশ আইসিইউতে ভর্তি আছেন রোগী। আর ঢাকা বাদে সারা দেশে ২৩২ আইসিইউতে রোগী ভর্তি আছে ৬৩ জন। ফাঁকা পড়ে আছে ১৬৯টি।

সব মিলিয়ে সারা দেশে ৫৪০ আইসিইউ শয্যার মধ্যে রোগী ভর্তি আছে ২৯৮টিতে। সে হিসেবে দেখা যাচ্ছে আইসিইউর কোনো সংকট নেই দেশে। অর্থাৎ সারা দেশে ৫৫ দশমিক ১৯ শতাংশ আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে।

সরকারি হাসপাতালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে আইসিইউর কোনো শয্যা খালি নেই।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শয্যার আটটির মধ্যে ছয়টিতে রোগী ভর্তি রয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫ শয্যার মধ্যে ১২টি এবং ১৬ শয্যার মধ্যে ১৩টিতে রোগী ভর্তি রয়েছে।

রাজধানীতে করোনা সংক্রান্ত বিশেষায়িত সরকারি ১০ হাসপাতালের মধ্যে দুটিতে কোনো আইসিইউর ব্যবস্থা নেই। বাকি আটির মধ্যে পাঁচটি হাসপাতালে এই মুহূর্তে শয্যা খালি নেই। মোট ৯৫টি শয্যার মধ্যে রোগী ভর্তি আছে ৯০ জন। আর খালি আছে মাত্র পাঁচিট শয্যা। অর্থাৎ ৯৪ দশমিক ৭৪ শতাংশ আইসিইউ শয্যা রোগী ভর্তি। খালি রয়েছে ৫.২২ শতাংশ শয্যা।

এদিকে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল ও এএম জেড হাসপাতালে আইসিইউর কোনো শয্যা খালি নেই। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩০ শয্যার মধ্যে ২২টি, আসগর আলী হাসপাতালে ৩২ শয্যার মধ্যে ২১টি, স্কয়ার হাসপাতালে ৯ শয্যার মধ্যে ৭টি, ইউনাইটেড হাসপাতালে ৯ শয্যার মধ্যে ৭টি, এভারকেয়ার হাসপাতালে ১২টার মধ্যে ১১টি, ইমপালস হাসপাতালে ৩৫ শয্যার মধ্যে ২৫টিতে রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আইসিইউ সংকট শুধু ঢাকায়। ঢাকার বাইরে এই সংকট খুবই কম। রোগীরা আক্রান্ত হলেই ঢাকায় চলে আসছে, যে কারণে ঢাকায় একটি চাপ সৃষ্টি হয়েছে।

করোনায় লাগাম পরাতে হবে

এমন বাস্তবতায় সংক্রমণের লাগাম টেনে ধরার ওপর গুরুত্ব আরোপ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অসীম কুমার বলেই ফেললেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ আইসিইউ সংকট নিরসনের একমাত্র পথ।’

তিনি নিউজবাংলাকে বলেন, ‘এক মাস আগেও আইসিইউতে রোগীর চাপ অনেক কম ছিল। গত ৯ মার্চ থেকে আমাদের হাসপাতালের ১৪টি আইসিইউ বেড পরিপূর্ণ ছিল। এই সংকট শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটা দেশে। সংকট নিরসনে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।’

আইসিইউর চাহিদা বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আরও পাঁচটি আইসিইউ বেড যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান এই পরিচালক। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করেন তিনি।

অসীম কুমার বলেন, ‘আইসিইউ সংকট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। গত এক মাস বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে আইসিইউ রোগীর জন্য, যা দুই মাস আগেও অনেক কম ছিল। আইসিইউর সঙ্গে করোনা পরীক্ষা বেড়েছে বিভিন্ন হাসপাতালে। মুগদা হাসপাতালে প্রতিদিন ২০০ জনের নমুনা টেস্ট করানো হয়। বেশ কিছু দিন ধরে রোগীর ভিড় বেশি থাকার কারণে টেস্ট করতে না পেরে অনেকেই ক্ষোভ নিয়ে ফিরে যান।

দুই সপ্তাহ ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্যান্য রোগীর সঙ্গে করোনা রোগী ৭ থেকে ১০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন এটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি নিউজবাংলাকে বলেন, এক সপ্তাহ ধরে আইসিইউ শয্যার চাহিদা বাড়ছে। আমাদের করোনা রোগীদের জন্য দুই পাশে আইসিইউ-এর ব্যবস্থা ছিল। তবে সম্প্রতি আগুন লাগার কারণে ১৪টি আইসিইউ শয্যা বন্ধ করা হয়েছে। যে কারণে অন্যান্য হাসপাতালের চেয়ে আমাদের হাসপাতালে চাপ আরও বেশি। আগামীকাল বা পরশু পাঁচটি আইসিইউ শয্যা যুক্ত করা হবে, যেগুলো আগুনে পুড়ে গেছে। সেগুলোও মেরামতের কাজ চলছে। হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০টি আইসিইউ শয্যা চালু করা হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, প্রতিদিনই আইসিইউ শয্যার জন্য বিভিন্ন পর্যায় থেকে তার কাছে অনুরোধ আসে। অনেক ঘনিষ্ঠজন ফোন করে একটি আইসিইউ শয্যার জন্য সহায়তা চান। কিন্তু শয্যা ফাঁকা না থাকায় তারা রোগী ভর্তি করতে পারছেন না বলে জানান তিনি।

করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় কী এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা পূর্বশর্ত। যেটা আমাদের মধ্যে শিথিলতা দেখা দিয়েছে। আমরা মাস্ক পরছি না। বিয়েশাদি ও সামাজিক অনুষ্ঠানে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সবার কাছে একটা পরিষ্কার তথ্য থাকা দরকার: স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। টিকা নিই আর না নিই, আমাদের মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ৩০ মিনিট পরপর হাত ধুতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই করোনাকে নিয়ন্ত্রণে আনতে হবে।’

যুক্তরাজ্যের নতুন স্ট্রেইনে সংক্রমিত হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘জিনোম সিকোয়েন্সিং করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে জানুয়ারি মাসে যুক্তরাজ্যফেরত ছয়জনের শরীরে নতুন ধরন শনাক্ত হওয়ার পর তাদের কোয়ারেন্টাইন করা হয়। তাদের সবাই সুস্থ আছেন। একই সঙ্গে ওই ছয়জনের কন্টাক্ট ট্রেসিংও করা হয়েছে। সে হিসাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। এরপরও জিনোম সিকোয়েন্সিং করার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বিশেষজ্ঞ যা বলছেন

নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে জোরালো প্রস্তুতির তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘দেশে টিকা আসায় জনগণ স্বাধীন হয়ে গেছে, এমন ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণের হার ২ শতাংশ থেকে ১১ শতাংশে এসেছে। নতুন করে সংক্রমণ যে হারে বাড়ছে, তা উদ্বেগজনক। সুতরাং সবাইকে সতর্ক হতে হবে। একই সঙ্গে দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।’

একই মত দিয়েছেন করোনা সংক্রান্ত কারিগরি কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম। তিনি নিউজবাংলাকে বলেন, আবার যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়, কর্তৃপক্ষকে আগে থেকে সতর্ক হতে হবে। প্রতিনিয়ত যে হারে করোনা শনাক্তের হার বাড়ছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। স্বাস্থ্যবিধি মানা নিয়ে মানুষের উদাসীনতা দেখা দিয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য আগের তুলনায় বেশি প্রস্তুতির প্রয়োজন হতে পারে। যে হারে আইসিইউর চাহিদা দেখা দিচ্ছে, সে জন্য জোরালো প্রস্তুতি নিতে হবে।

সংকট নিরসনে সরকারে প্রস্তুতি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য হাসপাতালগুলো সর্বাত্মক প্রস্তুত রয়েছে, চিকিৎসা ও সুরক্ষা সামগ্রীর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ আসছে। এ বিষয়ে সারা দেশের সব সিভিল সার্জনকে জেলা পর্যায়ের কোভিড ডেডিকেটেড শয্যাগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় পরিচালক ও রাজধানীর সব হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, ‘আগামী এক বছরও যদি করোনার প্রকোপ থাকে, আমরা তা মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।'

সিএমএসডি পরিচালক আরও বলেন, ‘করোনার প্রকোপ সারা দেশেই বেড়েছে। কেন্দ্রীয় ঔষধাগারে সব ধরনের উপকরণ মজুত রয়েছে। যখনই হাসপাতালগুলো চাচ্ছে, তখনই আমরা সেগুলো সরবরাহ করছি।’

এ বিভাগের আরো খবর