সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে জনাকীর্ণ স্থানে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই শহর কর্তৃপক্ষ।
স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শপিং সেন্টার বা রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে র্যাপিড টেস্ট করা হবে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কারও পরীক্ষা করাতে না চাওয়াকে ‘অপরাধের শামিল’ মনে করা হবে।
ভারতে শনিবার নতুন করে ৪০ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্তের খবর জানানো হয়। শনাক্ত বিবেচনায় এ সংখ্যাটি ছিল গত প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ।
দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার মানুষের। এ ছাড়া ভাইরাসটি শনাক্ত হয়েছে এক কোটি ১৫ লাখের বেশি মানুষের দেহে।
দেশজুড়ে সংক্রমণ বাড়ছে ধীরে ধীরে। এমন পরিস্থিতিতে জনগণকে দ্রুত টিকাদান এবং ভাইরাসের অতি ছোঁয়াচে ধরন খোঁজায় ব্যস্ত রয়েছে সংশ্লিষ্টরা।
মুম্বাইয়ে কীভাবে হবে পরীক্ষা
শহরটির কর্মকর্তাদের ভাষ্য, ২২ মার্চ, সোমবার থেকে শপিং সেন্টার, রেলওয়ে স্টেশনের মতো জনাকীর্ণ স্থানগুলোতে র্যাপিড টেস্ট শুরু হবে।
স্থানীয় কমিশনার ইন্ডিয়া টুডেকে বলেন, মুম্বাইয়ের ব্যস্ত কোনো এলাকায় ঢুকলে লোকজনের উচিত হবে সোয়াব টেস্টের জন্য প্রস্তুত থাকা।
বেশিরভাগ জায়গায় পরীক্ষা হবে বিনা মূল্যে। তবে শপিং সেন্টারগুলোতে পরীক্ষার খরচ নিজেদের বহন করতে হবে।
করোনা পরীক্ষা না করালে শাস্তির হুঁশিয়ারি দিলেও সেটি কী ধরনের হবে, তা স্পষ্ট করেননি মুম্বাইয়ের কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করবে।