দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির নমুনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৮৯৯ জনের শরীরে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৪২ জনের।
২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ০৪। মোট রোগী শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন।
সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ শতাংশ। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১১ পুরুষ ও সাত নারী আছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ত্রিশোর্ধব এক চল্লিশোর্ধ্ব তিন,পঞ্চাশোর্ধ্ব দুই ও ষাটোর্ধ্ব ১২ জন।
দেশে প্রথম করেনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।
পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।