বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংক্রমণ বাড়লেও এখন লকডাউন নয়: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১৪:৩৩

করোনার সংক্রমণ বাড়ার কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেয়া হয়েছে ব্যবস্থা নিতে।’

স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানিয়েছেন, সংক্রমণ বাড়তির দিকে থাকলেও আবার লকডাউন দেয়ার মতো কোনো চিন্তাভাবনা নেই সরকারের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত, এ বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই। তবে স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

দেশে করোনা সংক্রমণ লম্বা একটা সময় নিয়ন্ত্রণে ছিল। গত ৩ ফেব্রুয়ারি এক দিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। এটি গত বছরের ৪ এপ্রিলের পর ছিল সর্বনিম্ন। ফেব্রুয়ারি মাসজুড়েই করোনা শনাক্তের হার ছিল ৫ শতাংশের নিচে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী, টানা দুই সপ্তাহ পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা নিয়ন্ত্রণে ধরা যায়। বাংলাদেশে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে ছিল টানা আট সপ্তাহের বেশি।

কিন্তু মার্চ থেকে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। ৬ মার্চ এই শনাক্তের হার ৫ শতাংশের ওপরে আসে। এরপর থেকে বাড়তির দিকেই আছে শনাক্তের হার। গত এক সপ্তাহে প্রতিদিনই হাজারের বেশি শনাক্ত হচ্ছে করোনা রোগী।

বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত দুই দিন ২৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার হিসেবে যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। উঠতি এ ধারাকে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের নমুনা হিসেবে দেখা হচ্ছে।

গত সোমবার প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের মধ্যে সকলেই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চলবেন। দ্বিতীয় ওয়েভটা কিছু কিছু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন, সে অনুরোধটা আমার থাকবে। টিকা কর্মসূচি আমরা শুরু করেছি কিন্তু তারপরেও সবাইকে সুরক্ষাবিধি মেনে চলতে হবে।’

অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেক নীতিমালার কারণে এখনও দেশে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে কি না, তা বলা যাচ্ছে না।

করোনার সংক্রমণ বাড়ার কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে। পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেয়া হয়েছে ব্যবস্থা নিতে।’

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: নিউজবাংলা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক মাসে প্রায় ২০ লাখ লোক ভ্রমণে গেছে চট্টগ্রাম অঞ্চলে। তারা স্বাস্থ্যবিধি না মেনেই এসব করছে৷ বিয়ে সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে। গত এক মাসে এক কোটি মানুষ বিয়ে, সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

‘করোনা নিয়ন্ত্রণে রাখতে উৎপত্তিতে নজর দিতে হবে। টিকা নিলেই করোনা মুক্ত হয়ে যাবেন না। খুব বেড়ে গেলে নিয়ন্ত্রণ নেয়া যাবে না। অত বেড আমাদের নাই। কোনো দেশেরই নাই।’

‘নতুন ধরন নিয়ন্ত্রণে’

যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন এখন পর্যন্ত ১০ জনের শরীরে পাওয়া গেছে বলে জানালেন বলেছেন, ধরনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে আসা ১০ জনের দেহে নতুন ধরনের করোনার স্ট্রেন পাওয়া গেছে। তাদের আলাদা রাখা হয়েছে। এটি নিয়ন্ত্রণে রয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে, হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানাসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর