নরওয়েতে করোনাভাইরাসের টিকা নিয়ে বয়স্কদের রক্ত জমাট বাঁধার খবরে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডনলি রোববার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নরওয়ে থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এটি সতর্কতামূলক পদক্ষেপ।
নরওয়ের স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার জানান, দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে তিন স্বাস্থ্যকর্মীর রক্ত পড়া, রক্ত জমাট বাঁধা ও রক্তে প্লাটিলেট কমে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমন বাস্তবতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) টিকাটি প্রয়োগের কথা বলছে। সংস্থাটির মতে, টিকা নেয়ার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
এদিকে রোববার অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, টিকা নেয়া লোকজনের ওপর পর্যালোচনা চালিয়েছে তারা। তবে টিকা নেয়ায় রক্ত জমাট বাঁধার ঝুঁকির কোনো আলামত তারা পায়নি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের টিকা নেয়া ১ কোটি ৭০ লাখ মানুষের তথ্য পর্যালোচনা করেছে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ইইউ ও যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেয়া ১ কোটি ৭০ লাখ মানুষের নিরাপত্তা-সংক্রান্ত সব উপাত্ত নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। এতে নির্দিষ্ট কোনো বয়সসীমা, জেন্ডার, ব্যাচ বা নির্দিষ্ট কোনো দেশে কারও ফুসফুসের কোনো শিরা বন্ধ হয়ে যাওয়া, রক্ত জমাট বাঁধা বা প্লাটিলেট কমে যাওয়ার ঝুঁকি বাড়ার প্রমাণ পাওয়া যায়নি।