বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে করোনা শনাক্ত হার বেড়ে ৬.৬২

  •    
  • ১২ মার্চ, ২০২১ ১৬:০৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৬ জনের শরীরে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২।

এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল গত ৫ জানুয়ারি, ওই দিন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৫ জনে।

এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৬৬ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ১৭২ জনে।

আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ১২ জন পুরুষ, একজন নারী। এদের মধ্যে একজন বাড়িতে ও ১২ জন হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৩ জনের মধ্যে সাতজনের বয়স ষাটোর্ধ্ব, পঞ্চাশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব তিন ও ত্রিশোর্ধ্ব একজন রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এ বিভাগের আরো খবর