বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: ব্রাজিলে ১ দিনে মৃত্যুর রেকর্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মার্চ, ২০২১ ১০:১২

ভাইরাসে মৃতের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ব্রাজিলে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

দেশটিতে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ২৮৬ জনের।

ভাইরাসে মৃতের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ৬৮ হাজার ৩৭০ জনের।

দেশটিতে সংক্রমণ বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভাইরাসের বেশি সংক্রামক ধরনের কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে।

এমন বাস্তবতায় সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ‘অযৌক্তিক’ সিদ্ধান্তগুলোর তীব্র সমালোচনা করেন।

ব্রাজিলে করোনার সংক্রমণকে শুরু থেকেই হালকাভাবে নিয়েছেন বলসোনারো। তবে বুধবার প্রথমবারের মতো তাকে মাস্ক পরতে দেখা যায়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে তিনি লোকজনকে করোনা নিয়ে ঘ্যানঘেনানি বন্ধ করতে বলেছিলেন।

নাজুক স্বাস্থ্যব্যবস্থা

করোনাভাইরাসের কারণে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে বলে সতর্ক করেছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় স্বাস্থ্যবিষয়ক সংস্থা ফিওক্রুজ।

রিও ডি জেনিরোভিত্তিক সংস্থাটি বলছে, দেশটির ২৫ রাজ্যে হাসপাতালগুলোর ৮০ শতাংশ আইসিইউ ইতোমধ্যে করোনা রোগীতে ভরে গেছে।

ফিওক্রুজ বলছে, পোর্তো আলেগ্রে ও ক্যাম্পো গ্র্যান্ডে শহরের আইসিইউগুলোর ধারণক্ষমতা এরই মধ্যে ছাড়িয়ে গেছে। করোনার স্বাস্থ্যবিধি মেনে না চললে শিগগিরই অন্য শহরের আইসিইউগুলো আর খালি পাওয়া যাবে না।

এ বিভাগের আরো খবর