গ্রিসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ দিনের এক শিশু।
রাজধানীর এথেন্সের একটি হাসপাতালে রোববার মৃত্যু হয় তার।
গ্রিসের প্রধানমন্ত্রী এক টুইটে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সীর মৃত্যু হয়েছে। নবজাতকটি ১৭ দিন ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছিল।
গ্রিসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ দিন বয়সে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের অন্যান্য দেশের মতো বিপর্যস্ত গ্রিস। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ হাজার ৮০০ মানুষ। আইসিইউতে ভর্তি আছে কমপক্ষে ৪৮০ জন। আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে।