বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বাস্থ্যবিমার ব্যাপক প্রচলন চান প্রধানমন্ত্রী

  •    
  • ১ মার্চ, ২০২১ ১২:৩৫

বিমা খাতে দক্ষ জনবল গঠনের ওপরও গুরুত্বারোপ করেন সরকার প্রধান। বলেন, ‘আসলে আমাদের যারা এ বিষয়ে পড়াশোনা করে, তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে বিদেশে চাকরি পেয়ে যায়, দেশের কথা ভুলে যায়।’

দেশে স্বাস্থ্যবিমার ব্যাপক প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে সোমবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিমা আরও ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে মনে করি। দেশের মানুষ এখনও সচেতন নয়। তবে করোনাভাইরাসের কারণে মনে করি মানুষের মধ্যে এ সচেতনতা হয়তো সৃষ্টি হবে।’

একই সঙ্গে দক্ষ বিমা ব্যবস্থা গড়ে তুলতে অ্যাকচ্যুয়ারি গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন সরকার প্রধান। অ্যাকচ্যুয়ারি হলো ব্যবসা সংক্রান্ত গোষ্ঠী যারা ঝুঁকির আর্থিক প্রভাব বিশ্লেষণ করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিমা সম্পর্কে মানুষ আরও আস্থাশীল হোক। আমাদের সবচেয়ে যেটার অভাব, আমাদের কোনো অ্যাকচ্যুয়ারি নেই।

‘এ বিমাকে আরও শক্তিশালী করতে অ্যাকচ্যুয়ারি আমরা লন্ডন থেকে নিয়ে এসে এখানে দিয়েছিলাম। আসলে আমাদের যারা এ বিষয়ে পড়াশোনা করে, তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে বিদেশে চাকরি পেয়ে যায় আর দেশের কথা ভুলে যায়। বিমাকে আরও দক্ষ করতে হলে অ্যাকচ্যুয়ারি একান্তভাবে দরকার।’

প্রধানমন্ত্রী জানান, অ্যাকচ্যুয়ারি নিয়ে যারা শিক্ষাগ্রহণ করবে বা প্রশিক্ষণ নেবে, উচ্চ শিক্ষার জন্য তাদেরকে যুক্তরাজ্যে পাঠাবে সরকার। তবে তাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে, দেশে ফিরে তারা দেশের জন্য কাজ করবে।’

‘তাদের শিক্ষার টাকাটাও আমরাই দেব। এ সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটার জন্য পাঁচজন শিক্ষার্থী আমরা সুনির্দিষ্ট করেছি, যাদেরকে প্রাথমিকভাবে পাঠাব। অ্যাকচ্যুয়ারির ওপর শিক্ষাগ্রহণ এবং ফিরে এসে বিমা নিয়ে তারা কাজ করবেন। দেশের জন্য আরও বেশি দক্ষ মানুষ তারা তৈরি করবেন।’

এ বিভাগের আরো খবর