দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে আট হাজার ৪০৮ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে দেশে আরও ৩৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে মোট শনাক্ত দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ। শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে পুরুষ ছয় ও নারী দুইজন। বয়স বিবেচনায় ত্রিশোর্ধ্ব একজন চল্লিশোর্ধ্ব একজন পঞ্চশোর্ধ্ব দুই ষাটোর্ধ্ব চার।
বিভাগ অনুযায়ী, ঢাকায় পাঁচ ও চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন সংক্রমণের ১১তম মাস চলছে।