করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা নিউজবাংলাকে জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন টিকা নেন।
গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিন পর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। ১৩ দিনে প্রায় ২৫ লাখ মানুষ টিকা নিয়েছে দেশজুড়ে।
এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধনের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে।
প্রথম পর্যায়ে ৪০ বছরের বেশি বয়সের নাগরিকরা নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন। তবে বয়সের সময়সীমা কমতে পারে।
টিকা গ্রহীতার তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছেন, তেমনি রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। তবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেখ রেহানাই প্রথম টিকা নিলেন।
টিকা দেশে আসার পর বিএনপি দাবি করে আসছিল এই টিকা নিরাপদ নয়। টিকা নিয়ে মানুষ মারা যাবে কি না, তা নিয়ে সংশয়ের কথা বলেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। টিকা নিরাপদ হলে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে নেবেন না, এমন প্রশ্নই সামনে এনে সমালোচনা করতে থাকে দলটি।
২৭ জানুয়ারি টিকা কার্যক্রম উদ্বোধনের পর তিনি এর জবাব দিয়ে বলেন, ‘আগে আগে নিলে বলত নিজেই নিল অন্য কাউকে দিল না। সবাইকে দিয়ে নিই তারপরে।’
বাংলাদেশ টিকা এনেছে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে, যেটির উদ্ভাবক অক্সফোর্ড ইউনিভার্সিটি।
সিরাম থেকে মোট ৩ কোটি ৪০ লাখ টিকা কিনেছে বাংলাদেশ। এর বাইরে ২০ লাখ টিকা ভারত সরকার দিয়েছে উপহার হিসেবে।
এখন পর্যন্ত সিরাম থেকে এসেছে বাংলাদেশের কেনা ৭০ লাখ আর ভারতের উপহারের টিকা।
বিশ্বজুড়ে টিকা বিতরণে গড়ে ওঠা আন্তর্জাতিক জোট কোভ্যাক্স থেকেও পৌনে সাত কোটি টিকা পাওয়ার কথা আছে বাংলাদেশের। তবে সংখ্যাটি বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।