করোনাভাইরাসের টিকা অত্যন্ত অসম ও অন্যায্যভাবে বিতরণ করা হচ্ছে জানিয়ে এর কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বুধবার উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ সমালোচনা করেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
গুতেরেস বলেন, কেবল ১০টি দেশ করোনার সব টিকার ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ১৩০টি দেশ টিকার একটি ডোজও পায়নি।
তিনি বলেন, ‘সংকটের এ মুহূর্তে বৈশ্বিক সম্প্রদায়ের সামনে টিকা বণ্টনের ক্ষেত্রে সমতা আনা সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’
এ সময় প্রভাবশালী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি ন্যায্যভাবে টিকা বিতরণ নিশ্চিতে জরুরি ভিত্তিতে বৈশ্বিক টিকাদান পরিকল্পনার আহ্বান জানান গুতেরেস।
প্রতিটি দেশের সব নাগরিককে দ্রুত টিকাদান নিশ্চিতে বিজ্ঞানী, টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ সহায়তা প্রদানকারী সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া টিকা বিতরণ সুষ্ঠু করার লক্ষ্যে জি২০তে থাকা বিশ্বের নেতৃত্বদানকারী অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোকে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
বিশ্বের বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করানোয় সম্মত করার সক্ষমতা ওই টাস্কফোর্সের থাকতে হবে বলে মনে করেন গুতেরেস।