সারা দেশে গণটিকা প্রয়োগ শুরুর প্রথম নয় দিনেই টিকা নেয়ার সংখ্যা প্রায় ১৬ লাখে পৌঁছেছে। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সাড়ে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন, সবমিলিয়ে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন ও নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।
এসব টিকা গ্রহীতার সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদের গণটিকার আগে গত ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০ জনসহ এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ৫১০ জনের ক্ষেত্রে, যা শতাংশের হিসাবে দশমিক শূন্য ৪।
৭ ফেব্রুয়ারি গণটিকা প্রয়োগ শুরু হলে টানা চার দিন বাড়তে থাকে গ্রহীতার সংখ্যা। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২ লাখ ৪ হাজারের বেশি মানুষ টিকা নেন।
এরপর টানা দুই দিন কমে টিকা গ্রহীতার সংখ্যা। বৃহস্পতিবারের তুলনায় শনিবার ১০ হাজার কম এবং তার পরদিন পয়লা ফাল্গুন রোববার আরও ২৫ হাজার কম মানুষ নেন টিকা। এই দুই দিন টিকা নেয়া মানুষের সংখ্যা নিম্নমুখী থাকলেও সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিনদিন টিকা নেন দুই লাখের বেশি মানুষ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ৪৬টি এবং ঢাকার বাইরে ৯৫৫টি টিকাদান কেন্দ্রে চলে টিকা কার্যক্রম, যেগুলোর প্রতিটিই স্বাস্থ্যকেন্দ্র। নবম দিনও জেলাওয়ারি সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে ঢাকায়। আর সবচেয়ে কম বান্দরবানে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৭০ হাজার ২৫ জন। রাজধানীতে ৯ জনসহ ঢাকা বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৪ জনের।
চট্টগ্রাম বিভাগে টিকা দেয়া হয়েছে ৪৪ হাজার ৭৮৩ জনকে। এই বিভাগে কারও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২৭ হাজার ১০৮ জন। এদের মধ্যে এক জনের শরীরেও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জনকে টিকা দেয়া হয়েছে বুধবার, যাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
বরিশাল বিভাগে টিকা দেয়া হয়েছে ১৩ হাজার ১৪৬ জনকে। এই বিভাগেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসনি।
সিলেট বিভাগে টিকা দেয়া হয়েছে ২২ হাজার ৭৫৫ জনকে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি কারও।
ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয়েছে ১০ হাজার ৭৭৩ জনকে, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে চার জনের।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৭৫৯ জন। এই বিভাগে কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।