করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ায় আগ্রহ বেড়েই চলছে। টানা দুই দিন টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজারের বেশি মানুষ।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সাড়ে ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন, যা এক দিনের মধ্যে সর্বোচ্চ। আগের দিন টিকা নিয়েছিল ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন।
সবমিলিয়ে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন; নারী ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন।
টিকা গ্রহীতার সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদেরকে গণটিকার আগে গত ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ৪৯০ জনের ক্ষেত্রে। শতাংশের হিসাবে দশমিক শূন্য ৩৬ শতাংশ।
৭ ফেব্রুয়ারি গণটিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দিন টিকা নেয় মাত্র ৩১ হাজার জন। এরপর ক্রমেই বেড়েছে। গেল বৃহস্পতিবার টিকা গ্রহীতার সংখ্যা ছাড়ায় দুই লাখ, দুই লাখ ৪ হাজার।
এরপর থেকে টানা দুই দিন কমে টিকা গ্রহীতার সংখ্যা। বৃহস্পতিবারের তুলনায় শনিবার ১০ হাজার কম এবং তার পর দিন পয়লা ফাল্গুন রোববার আরও ২৫ হাজার কম মানুষ নেন টিকা। এই দুই দিন টিকা নেয়া মানুষের সংখ্যা নিম্নমুখী থাকলেও সোমবার বেড়ে ছাড়িয়ে যায় দুই লাখ ২৬ হাজার। মঙ্গলবার টিকাগ্রহীতার সংখ্যা বেড়েছে আরও।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকার ৪৬টি এবং ঢাকার বাইরে ৯৫৫টি টিকাদান কেন্দ্রে চলে টিকা কার্যক্রম, যেগুলোর প্রতিটিই স্বাস্থ্যকেন্দ্র।
সপ্তম দিনও জেলাওয়ারি সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে ঢাকায়। আর সবচেয়ে কম দেয়া হয়েছে বান্দরবান।
ঢাকায় একটি টিকাকেন্দ্রে টিকা নেয়ার অপেক্ষা। ছবি: সাইফুল ইসলাম
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৪৪ জন। মোট ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন। আর রাজধানীতে সাত জনসহ ঢাকা বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১২ জনের ক্ষেত্রে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৯ হাজার জন। এদের মধ্যে সাত জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া, তাদের মধ্যে পাঁচ জনই রাঙামাটির।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২৪ হাজার ৯২০ জন। আর রংপুর বিভাগে টিকা নিয়েছেন ২০ হাজার ৮১১ জন। এই দুই বিভাগ মিলিয়ে এক জনের শরীরেও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জনকে টিকা দেয়া হয়। এই বিভাগেও সাত জনের মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
বরিশাল বিভাগে টিকা দেয়া হয়েছে ১২ হাজার ১৩৬ জনকে। এই বিভাগেও তিন জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সিলেট বিভাগে টিকা দেয়া হয়েছে ১২ হাজার ৩৯৮ জনকে। এদের মধ্যে তিন জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয় ৯ হাজার ৮৭২ জনকে। এই বিভাগেও মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তিন জনের মধ্যে।