করোনাভাইরাসের টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সোমবার দুপুরে টিকা নেয়ার পর আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি এলাকার সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।
‘টিকা নিয়ে আমার ভালো লাগছে। আসুন, আপনারাও টিকা নেন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন।’
তিনি আরও বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। তবে ভ্যাকসিন নিয়েই আপনারা ক্ষান্ত হবেন না, সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার নবম দিনের মতো করোনার টিকা দেয়া হয়। জেলার ছয় কেন্দ্রের ২৪টি বুথে দুপুর ২টা পর্যন্ত টিকা নেন আবেদনকারীরা।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জে করোনার টিকার নিবন্ধন ও গ্রহীতার সংখ্যা বেড়েছে। রোববার এক দিনে টিকা নিয়েছেন ২ হাজার ৪০০ জন।
তিনি আরও জানান, জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা এসেছে। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। টিকা নিতে অনলাইনে আবেদন করেছেন ২৫ হাজার জন।
জেলা স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন।