গুজব ও অপপ্রচারে কান না দিয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সোমবার সকালে টিকা নিয়ে তিনি এই আহ্বান জানান।
একই হাসপাতালে পরশের স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুথিও করোনার টিকা নেন।
টিকা নিয়ে পরশ বলেন, ‘কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা টিকা পেয়ে গেছি। তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন।’
টিকা নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।’
দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হয়। রোববার পর্যন্ত ছয় দিনে করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এই সংখ্যার সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদের গত ২৭ ও ২৮ জানুয়ারি টিকা দেয়া হয়েছিল।