ভারতের মহারাষ্ট্রে রোববার করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই দিন মহারাষ্ট্রে করোনা শনাক্ত হয় ৪ হাজার ৯২ জনের দেহে। মোট শনাক্ত হয় ২০ লাখ ৬৪ হাজার ২৭৮ জন।
রাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ হাজার ৫২৯ জনের।
রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৫৫ জন। এর মধ্য দিয়ে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬০৩ জন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাজ্যের ১ লাখ ৭৪ হাজার ২৪৩ জন রোগী বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৭৪৭ জন।
মহারাষ্ট্রে সুস্থতার হার ৯৫.৭ শতাংশ। অন্যদিকে মৃত্যুহার ২.৫ শতাংশ।
রাজ্যটিতে রোববার ৪৮ হাজার ৭৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৬০৮ জনের।
রাজ্যের রাজধানী মুম্বাইয়ে রোববার ৬৪৫ জন শনাক্ত ও চার জনের মৃত্যু হয়। অঞ্চলটিতে মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৭৬ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪১৯ জনের।