করোনার গণটিকা প্রয়োগের পর টানা চার দিন টিকার সংখ্যা আগের দিনের চেয়ে ছাড়িয়ে গেলেও পঞ্চম কার্যদিবসে এসে সেই প্রবণতা কমতে দেখা গেল।
বৃহস্পতিবার দুই লাখের বেশি মানুষ টিকা নিলেও শুক্রবারের সাপ্তাহিক ছুটি শেষে শনিবার টিকা নিয়েছে দুই লাখের কিছু কম মানুষ।
এদিন সারাদেশে টিকা নেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েঠে ৩১ জনের।
এ নিয়ে মোট করোনার টিকা নিলেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। আর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৩৯৪ জনের।
শতকরা হিসাবে পার্শ্বপ্রতিক্রিয়া ০.০৫৩৪ শতাংশ মাত্র।
সন্ধ্যায় শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে তালিকায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘কারও কারও ক্ষেত্রে টিকা দেয়ার স্থান লাল হয়ে গেছে। সামান্য জ্বর এসেছে কারও। একটু ব্যথা করছে-এমন তথ্য এসেছে।’
গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে টিকা প্রয়োগ শুরু হলেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকার গণ প্রয়োগ।
প্রথম দিন ৩১ হাজার, দ্বিতীয় দিন ৪৬ হাজার মানুষ টিকা নিয়েছিলেন। এরপর প্রতি দিনই আগের দিনের চেয়ে ৫০ হাজার বা তার চেয়ে বেশি মানুষ টিকা নেন।
তৃতীয় দিনে টিকা নেন ১ লাখ ১০ হাজার ৮২ জন। চতুর্থ দিনে নেন ১ লাখ ৫৮ হাজারের কিছু বেশি মানুষ। বৃহস্পতিবার টিকা নেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন।
শনিবার যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে এক লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর নারী ৬৭ হাজার ৩২৮ জন।
বরাবরের মতো এদিনও ঢাকা জেলায় সবচেয়ে বেশি মানুষ টিকা নিয়েছেন। আর সবচেয়ে কম টিকা নিয়েছেন খাগড়াছড়ির মানুষ।
ঢাকা জেলায় সব মিলিয়ে টিকা নিয়েছেন ২৯ হাজার ৫২০ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে ২৬ হাজার ৫৬৪ জন।
ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছন ৫৪ হাজার ৬৯ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৪ জনের।
এ পর্যন্ত এই বিভাগে টিকা নিয়েছে মোট এক লাখ ৯৪ হাজার ৫৮ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫ জনের।
এর মধ্যে এরপরেই সবচেয়ে বেশি টিকা নিয়েছেন চট্টগ্রাম জেলায়। সেখানে টিকা নিয়েছেন ২০ হাজার ৯০৮ জন।
এই বিভাগে টিকা নিয়েছেন মোট ৪৭ হাজার ৭১৮ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তিন জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন এক রাখ ৭৮ হাজার ৫১২ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১০৯ জনের।
ময়মনসিংহ বিভাগে টিকা দিয়েছেন মোট ৮ হাজার ৯০ জন। এদের কারও মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৩ হাজার ৯১৮ জন। এদের কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৪ জনের।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন মোট ২২ হাজার ৭৪ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২ জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৮৫ হাজার ৭৩৮ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৪২ জনের।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন মোট ১৭ হাজার ৫৪২ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১ জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৬৯ হাজার ৭৯৮ জন। এদের কারও মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫২ জনের।
খুলনা বিভাগে টিকা নিয়েছেন মোট ২১ হাজার ২৭৮ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮ জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৮০ হাজার ৬৪৭ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৬১ জনের।
বরিশাল বিভাগে টিকা নিয়েছেন মোট সাত হাজার ৫১৩ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২ জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩০ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৩ জনের।
সিলেট বিভাগে টিকা নিয়েছেন মোট ১৬ হাজার ৮৭ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১ জনের।
এই বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৬৩ হাজার ৮১৫ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৮ জনের।