করোনাভাইরাসের উৎস ঘিরে সব ধরনের অনুমান বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ধারণা করা হয়, শহরটির একটি ভাইরোলজি ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
ওই অনুমানের সত্যতা যাচাইয়ে গত মাসে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল উহানে পৌঁছায়। অনুসন্ধান শেষে তারা সেখানে করোনার উৎস না পাওয়ায় এত দিন ধরে চলে আসা সবচেয়ে আলোচিত ধারণা মিথ্যা প্রমাণ হয়।
সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুসের সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক।
টেডরোস বলেন, দুরূহ পরিস্থিতির মধ্যে বিশেষজ্ঞ দল খুবই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অনুশীলন পরিচালনা করেছে।
তিনি বলেন, ‘করোনার উৎসকে ঘিরে কিছু অনুমান খারিজ করা হবে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয়েছে আমার। আমি নিশ্চিত করে বলতে চাই, সব অনুমান বিবেচনায় নেয়া হবে। এর জন্য প্রয়োজন আরও বিশ্লেষণ ও গবেষণা।
‘আমরা সব সময় বলে এসেছি, উহানে যাওয়া বিশেষজ্ঞ দল সব প্রশ্নের উত্তর পাবে না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর মাধ্যমে পাওয়া গেছে, যা করোনার উৎস বুঝতে আমাদের সহযোগিতা করবে।’
বিশেষজ্ঞ দলের অনুসন্ধানের সারাংশ প্রতিবেদন সামনের সপ্তাহে ও চূড়ান্ত প্রতিবেদন কয়েক সপ্তাহ পর জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান টেডরোস।
উহানে একটি বাদুড় থেকে করোনা ছড়ায়, এমন অনুমান নিয়েই অনুসন্ধান শুরু করে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল।