শ্রমিকদের করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সচিবালয় ক্লিনিকে বুধবার দুপুরে করোনার টিকা নেয়ার পর তিনি এই আহ্বান জানান।
শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকেই যেন রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিয়ে নেয়। তাতে আমরা শারীরিক দিক থেকে ভালো থাকব। এতে কর্মস্পৃহা বাড়বে। দেশের ও জাতির উন্নয়ন হবে।’
টিকা নেয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘করোনা প্রতিরোধে আমার মনের জোর আরও বেড়ে গেল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরা এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।
গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দুই দিনে প্রাথমিকভাবে টিকা দেয়া হয় ৫৭৭ জনকে। রোববার থেকে দেশজুড়ে শুরু হয় গণটিকাদান।
প্রয়োগের জন্য দেশে এখন পর্যন্ত এসেছে ৭০ লাখ টিকা। এর মধ্যে ৫০ লাখ টিকা বাংলাদেশ কিনেছে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে। আর ২০ লাখ উপহার হিসেবে দিয়েছে দেশটি।