দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৩৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে আরও ৪৪৩ জনের শরীরে। এ নিয়ে পাঁচ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন। এ নিয়ে সুস্থ হয়েছে চার লাখ ৮০ হাজার ২১৬ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত এক দিনে মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৯ ও নারী ১ জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব দুই ও ষাটোর্ধ্ব সাতজন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় সাত, চট্টগ্রামে এক, বরিশালে এক ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন সংক্রমণের ১১ মাস চলছে।
জনস হপকিন্স ইউনির্ভাসিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩১তম আর মৃতের দিক থেকে ৩৮তম।