করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ৫৭৭ জনকে টিকা দেয়া হয়। এরপর পাঁচ শ্রেণি-পেশার পাঁচ জনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের তৃতীয় দিন শনিবারও টিকা গ্রহীতারা সবাই সুস্থ রয়েছেন।
তারা স্বাভাবিকভাবে নিজেদের কাজকর্ম করছেন। এখনও কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
যে পাঁচ জনের ওপর নজর রাখছে নিউজবাংলা, তাদের মধ্যে তিন জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, হাসান চৌধুরী, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম এবং এনটিভি অনলাইনের সাংবাদিক মাসুদ রায়হান পলাশ বুধবার টিকা নিয়েছেন।
অন্য দুজন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ফরহাদ উদ্দিন বৃহস্পতিবার টিকা নেন।
কেমন আছেন শনিবার বিকেলে জানতে চাইলে সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ নিউজবাংলাকে বলেন, ‘টিকা নিয়েছি ৩৬ ঘণ্টা পার হয়ে গেছে, টিকা নেয়ার পর থেকে নিজের কাজ স্বাভাবিকভাবে করছি। টিকা নেয়া স্থানে কোনো ব্যথা দেখা যায়নি। আজও তিনটা অনুষ্ঠানে যুক্ত হয়েছি।’
বিশ্বজুড়েই করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। টিকা নেয়ার পর প্রতিবেশী দেশ ভারতে ৪৪৭ জনের নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মৃত্যুও হয়েছে এক জনের।
এই প্রেক্ষাপটে দেশে বুধবার প্রথম করোনার টিকা নিয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা।
টিকা নেয়ার চতুর্থ দিনে কেমন আছেন জানতে চাইলে রুনু নিউজবাংলাকে বলেন, ‘টিকা নেয়ার আগে যেমন ছিলাম, তেমনই রয়েছি। আমার কোনো পরিবর্তন হয়নি। টিকা নেয়ার স্থানে কিছুক্ষণ ব্যথা ছিল, পরে ঠিক হয়ে গেছে। টিকা নেয়ার প্রথম আগে একটু ভয় করছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার পর সেটা দূর হয়ে গেছে। আমি ভালো আছি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে বৃহস্পতিবার প্রথম টিকা নেন ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী।
শনিবার তৃতীয় দিনে কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল থেকে রোগী দেখছি এখনও পযন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। কাল টিকা দানের স্থানে একটু ব্যথা থাকলে, এখন নেই।’
তিনি আরও বলেন, ‘আমি আমার মায়ের জন্য এই টিকা নিরাপদ মনে করছি, তার টিকা নিশ্চিতে নিবন্ধন করেছি। চট্টগ্রামে টিকা এলে তার টিকা দেয়া হবে।’
পুলিশ সদস্যদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম।
দিদারুল ইসলাম নিয়মিত দায়িত্ব পালন করছেন। এখনও পর্যন্ত কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
গণমাধ্যমকর্মীদের মধ্যে বুধবার প্রথম টিকা নেন এনটিভি অনলাইনের সাংবাদিক মাসুদ রায়হান পলাশ। তিনি বলেন, টিকা নেয়ার পর থেকে এখন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দেয়নি।
বাংলাদেশ অপেক্ষা করেছে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার জন্য। এই অঞ্চলে এটা তৈরি করছে ভারতীয় সিরাম ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান থেকে তিন কোটি টিকা কিনেছে সরকার।
২১ জানুয়ারি সিরামের ২০ লাখ টিকা ভারত থেকে উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। এর চার দিন পর আসে বাংলাদেশের কেনা টিকার ৫০ লাখ ডোজ। এরই মধ্যে ৩৬ জেলায় পৌঁছে গেছে।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিন বুধবার ২৬ জনকে টিকা দেয়া হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালে আরও ৫৪১ জনকে টিকা দেয়া হয়েছে।
দেশে টিকা নিয়ে এখনও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দেয়নি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, ‘প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তাই বলে কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি? ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, এ কথা আমি বলব না। ভ্যাকসিন দিলে পরে জ্বর হতে পারে, এটা স্বাভাবিক, মাথা ব্যথা হতে পারে, জায়গা একটু ফুলে যেতে পারে।’
‘এখন পর্যন্ত যত জনকে টিকা দেয়া হয়েছে সবাই ভালো আছেন। যারা যারা এ ভ্যাকসিন নিচ্ছে, তারা সবাই ভালো আছে।’