বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুক্তির টিকার ৫০ লাখ ডোজ দেশে

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১১:৩১

সকাল ১০টা ৫৫ মিনিটে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে ৯টি ফ্রিজার ভ্যানে করে টিকা নেয়া হবে টঙ্গীতে বেক্সিমকো ফার্মার গুদামে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত সরকারের কেনা করোনাভাইরাস প্রতিরোধী টিকার তিন কোটি ডোজের মধ্যে ৫০ লাখ ডোজের প্রথম চালান দেশে পৌঁছেছে।

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

এর আগে গত বৃহস্পতিবার উপহার হিসেবে বাংলাদেশে টিকার ২০ লাখ ডোজ পাঠায় ভারত সরকার।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা নিউজবাংলাকে বলেন, ‘বিমানবন্দর থেকে ৯টি ফ্রিজার ভ্যানে করে টিকা নেয়া হবে টঙ্গীতে বেক্সিমকো ফার্মার গুদামে। সেখানে টিকার মান যাচাইয়ে নমুনা পরীক্ষা করবে ঔষধ প্রশাসন অধিদপ্তর।’

আশা প্রকাশ করে তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর আগামীকাল (মঙ্গলবার) নুমনা পরীক্ষা করে অনুমতি দেবে, এরপর নিজস্ব ব্যবস্থাপনায় টিকা দুই এক দিনের মধ্যে ৬৪ জেলায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে বেক্সিমকো।

দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিদের জন্য আলাদা ১০ লাখ ডোজ টিকা আনছে বেক্সিমকো ফার্মা। সেই টিকা সোমবারই আসছে কি না এমন প্রশ্নের জবাবে রাব্বুর রেজা বলেন, ‘আজ শুধুমাত্র ৫০ লাখ ডোজ টিকা আসছে, ওটিকা কবে আসবে এবিষয়টি এখনও চূড়ান্ত নয়। যদি তারিখ নির্ধারণ হয় তাহলে আপনাদের জানিয়ে দেয়া হবে।’

টিকা পেতে নিবন্ধন করা লাগবে অনলাইনে। নিবন্ধনের জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে ‘সুরক্ষা’ নামে একটি অ্যাপ। এটি সোমবারই স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তরের কথা আইসিটি অধিদপ্তরের।

বুধবার থেকে দেশে পরীক্ষামূলকভাবে শুরু হবে টিকা প্রয়োগ। এদিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশের মধ্য থেকে বাছাই করে ২৫ জনকে টিকা দেয়া হবে। টিকা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের আরো খবর