দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজারের কাছাকাছি।
দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা সাত হাজার ৯৮১।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৪ হাজার ৮৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.১৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৫.০৪ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন চার লাখ ৭৫ হাজার ৫৬১ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী ৫ জন।
বয়স বিবেচনায় ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব তিন, ষাটোর্ধ্ব ছয় জন। শতাংশ হিসাবে পুরুষ ৭৫.৭৭ শতাংশ ও নারী ২৪.২৩ শতাংশ।
বিভাগ অনুযায়ী, ঢাকায় আট, চট্টগ্রামে চার, রাজশাহীতে এক, রংপুরে এক, ময়মনসিংহে এক জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের দশম মাস চলছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩০তম আর মৃতের দিক থেকে ৩৮তম অবস্থানে রয়েছে।