বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারকে তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জ দিচ্ছে জেএমআই

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ২১:১৮

৬৬ লাখ করে প্রতি কিস্তিতে প্রথম কিস্তির সরবরাহ করবে ৩১ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় কিস্তি ২৮ ফেব্রুয়ারি, তৃতীয় কিস্তি ৩০ মার্চ, চতুর্থ কিস্তি ১৬ মে এবং পঞ্চম কিস্তি সরবরাহ করবে ২০ জুনের মধ্যে। প্রতি সিরিঞ্জের দর ধরা হয়েছে ৫.৪০ টাকা।

করোনাভাইরাসের টিকা দিতে ব্যবহৃত বিশেষ সিরিঞ্জ (অটো ডিবেসল- এডি ০.৫ এমএল) সরবরাহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোম্পানিটি মোট তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জ পাঁচ কিস্তিতে সরকারকে সরবরাহ করবে।

বলা হয়েছে, ৬৬ লাখ করে প্রতি কিস্তিতে প্রথম কিস্তির সরবরাহ করবে ৩১ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় কিস্তি ২৮ ফেব্রুয়ারি, তৃতীয় কিস্তি ৩০ মার্চ, চতুর্থ কিস্তি ১৬ মে এবং পঞ্চম কিস্তি সরবরাহ করবে ২০ জুনের মধ্যে।

প্রতি সিরিঞ্জের দর ধরা হয়েছে ৫.৪০ টাকা।

এর আগের কোম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত কে এন ৯৫ মাস্ক বাজারজাতকরণ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সরকার চাইলে বিশেষ সিরিঞ্জ (অটো ডিসেবল-এডি) সরবরাহ করতে প্রস্তুত জেএমআই।

যে কোনো পরিমাণ সিরিঞ্জের চাহিদা পূরণ করতে কোম্পানিটির সক্ষমতা আছে বলেও জানানো হয়েছে।

এরই মধ্যে কোম্পানিটি ইন্দোনেশিয়ায় দেড় কোটি সিরিঞ্জ রপ্তানি করেছে। পাকিস্তানেও ২৬ লাখ সিরিঞ্জ রপ্তানির প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে সিরিঞ্জ রপ্তানির বিষয়ে আলোচনা চলছে।

কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ২০১৩ সালে।

এ বিভাগের আরো খবর