বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা নিয়ে ১৩ ইসরায়েলির মুখ অবশ

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৮:৩৩

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হওয়া একজন বলেন, ‘অবশ মুখ নিয়ে আমি অন্তত ২৮ ঘণ্টা হাঁটাচলা করেছি। পরে এটা পুরোপুরি চলে গেছে কি না আমি তা বলতে পারছি না।’

করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রায় ১৩ নাগরিকের মুখ অবশ হয়ে পড়েছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনেটের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট

কোন প্রতিষ্ঠানের টিকা নিয়ে ১৩ জনের মুখ অবশ হলো এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ইসরায়েলে বর্তমানে ফাইজার ও বায়ো-এনটেক উদ্ভাবিত টিকার ব্যাপক প্রয়োগ চলছে।

গত ১৯ ডিসেম্বর দেশটিতে এই টিকা প্রদানের গণ কর্মসূচি শুরু হয়। ২ জানুয়ারির মধ্যে টিকা দেয়া হয় ১০ লাখ মানুষকে। অল্প সময়ের মধ্যে করোনার এতবেশি ডোজ দেয়া প্রথম দেশ ইসরায়েল।

মুখ অবশ হওয়াদেরকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া ঠিক হবে কি না এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তারা নানা প্রশ্ন তুলছেন। তবে তাদেরকে পরের ডোজটিও দিতে বলেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হওয়া একজন বলেন, ‘অবশ মুখ নিয়ে আমি অন্তত ২৮ ঘণ্টা হাঁটাচলা করেছি। পরে এটা পুরোপুরি চলে গেছে কি না আমি তা বলতে পারছি না। এ ছাড়া, টিকা দেয়ার জায়গায় সামান্য ব্যথা ব্যতীত আর কোনো সমস্যা আমার ছিল না।’

এমন অবস্থায় টিকার দ্বিতীয় ডোজ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে ওই ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন তিনি। বলেন, ‘এটা উল্লেখ করার দরকার যে, এটা বিরল কিছু। আমি চাই না, মানুষ টিকা দেয়া থেকে বিরত থাকুক। এটা (টিকা নেয়া) গুরুত্বপূর্ণ।’

টিকা নেয়ার পর পক্ষাঘাত উপসর্গে ভোগা এক নারীকে দ্বিতীয় ডোজ দেবেন না বলে জানালেন দেশটিতে করোনার টিকা দেয়ায় যুক্ত শেবা মেডিক্যাল সেন্টারের সংক্রমক রোগ ইউনিটের প্রধান অধ্যাপক গালিয়া রাহাভ।

‘সম্প্রতি এক জনের এমন পার্শ্বপ্রতিক্রিয়া আমি দেখেছি। টিকা নেয়ার পর অবশ হওয়ার লক্ষণে ভোগা ওই নারীকে দ্বিতীয় ডোজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা সত্যি যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাকে দ্বিতীয় ডোজও দেয়া যাবে। তবে বিষয়টা আমি স্বস্তিদায়ক মনে করিনি।’

গালিয়া জানালেন, মুখ অবশ হয়ে যাওয়ার সঙ্গে করোনার টিকা নেয়ার কোনো সম্পর্ক আছে কি না তা এখনও জানা যায়নি।

‘এর পেছনে টিকার বিষয়টি জড়িত কি না এ ব্যাপারে কেউ জানে না। আর এ কারণে, প্রথম ডোজ নেয়ার পর কেউ পক্ষাঘাতে ভুগলে তাকে আমি দ্বিতীয় ডোজ দেয়া থেকে বিরত থাকছি।’

কিন্তু অবশ হওয়ার লক্ষণ কেটে যাওয়ার পর টিকার দ্বিতীয় ডোজ অবশ্যই নেয়া লাগবে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর