দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭৮১ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭১ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮০৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবে ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.২৯ শতাংশ।
মোট শনাক্তের হার ১৫.৭৬ শতাংশ। সুস্থতার হার ৮৯.২৫ শতাংশ; মৃত্যু হার ১.৪৮ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ১৭ পুরুষ ও ৮ নারী রয়েছেন।
বিভাগ অনুযায়ী ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯, চট্টগ্রামে ১, সিলেটে ১ ও ময়মনসিংহের ৪ জনের মৃত্যু হয়। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের দশম মাস চলছে।