বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৫ দিনে সবচেয়ে কম মৃত্যু

  •    
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৫:৪১

গত একদিনে আরও ৭৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জন।

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, যা ৫৫ দিনের মধ্যে সবচেয়ে কম।

গত ১৪ নভেম্বর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যুর সংবাদ দেয়া হয়। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭৩৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে আরও ৭৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১০ মাস পূর্ণ হল শুক্রবার।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৩৩ জন। এ নিয়ে মোট সুস্থতা হলেন চার লাখ ৬৫ হাজার ২৭৯ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১৩ ও নারী তিন জন। বয়স বিবেচনায় দশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব এক ও ষাটোর্ধ্ব ১৪ জন। শতাংশ হিসাবে পুরুষ ৭৬ দশমিক তিন শতাংশ ও নারী ২৩ দশমিক ৯৭ শতাংশ।

বিভাগ অনুযায়ী, ঢাকায় ১২, চট্টগ্রামে দুই, খুলনা এক, মনময়নসিংহ দুই জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ লাখ ৮ হাজার ৪৪১ জন। মোট শনাক্ত হয়েছে ৮ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৭৬৬ জন।

জনস হপকিন্স ইউনির্ভাসিটির হিসেব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৭তম আর মৃতের দিক থেকে ৩৬তম অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো খবর