দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৬ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ১৯ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৬০ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে ১০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৬৪ শতাংশ।
মোট শনাক্তের হার ১৫.৮৩ শতাংশ। সুস্থতার হার ৮৯.২৬ শতাংশ। মৃত্যুহার ১.৪৮ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ১১ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বয়স বিবেচনায় চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব ৫, ষাটোর্ধ্ব ১৯ জন।
বিভাগ অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকার ১৫, রাজশাহীর চার, খুলনার এক, সিলেটের দুই, রংপুরের তিন ও ময়মনসিংহের দুই জন রয়েছেন।