বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা নিয়ে আইসিইউতে চিকিৎসক

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ০৮:৫৫

নাম প্রকাশ করা হয়নি ওই চিকিৎসকের। টিকা নেয়ার পর তার সেসব লক্ষণ দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে- খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে র‌্যাশ।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন এক নারী চিকিৎসক। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসা চলছে তার।

ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর নুয়েভো লিও রাজ্যে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো-এনটেক উদ্ভাবিত কোভিড-১৯ টিকা নিয়েছিলেন ৩২ বছর বয়সী ওই চিকিৎসক।

তবে নাম প্রকাশ করা হয়নি ওই চিকিৎসকের। টিকা নেয়ার পর তার সেসব লক্ষণ দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে- খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে র‌্যাশ।

হাসপাতাল থেকে ওই চিকিৎসককে এখনও ছাড়া হয়নি। টিকা নেয়ার পর কেন এমন হলো মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা গেছে এটা এনসেফালোমেলাইটিস উপসর্গ। এক্ষেত্রে রোগীর মস্তিষ্ক ও মেরুদণ্ডে প্রদাহ হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরও জানিয়েছে, করোনার টিকা নিয়ে অসুস্থ চিকিৎসকের এলার্জির প্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে।

ফাইজারের টিকাটি প্রথম ব্যবহার শুরু করে যুক্তরাজ্য। তখনই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এলার্জি আছে এমন একাধিক ব্যক্তির ক্ষেত্রে টিকাটি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করেছে। তাই যাদের এলার্জির সমস্যা আছে তাদেরকে এই টিকা নিতে নিষেধ করা হয়েছিল।

কিন্তু টিকাটি গ্রহণের পর মস্তিষ্ক বা মেরুদণ্ডে কোনো প্রতিক্রিয়া তৈরি করেছে কি না এমন প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে ফাইজার বা বায়ো-এনটেকের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের অন্যতম হটস্পট মেক্সিকো। ছোঁয়াচে এই ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৬ হাজার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনা প্রতিরোধী ২৪ ডিসেম্বর থেকে টিকা প্রয়োগ শুরু করেছে দেশটির সরকার। শুরুতে টিকা দেয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

এ বিভাগের আরো খবর