দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে ৬৮৪ জনের দেহে।
মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ৯৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯হাজার ৬২০ জন।
এই সময়ে দেশের ১৮০টি ল্যাবে ৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৫ দশমিক শতাংশ। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ।
সুস্থতার হার ৮৯ দশমিক ২১ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব দুই, পঞ্চাশোর্ধ্ব সাত, ষাটোর্ধ্ব ১১ জন।
বিভাগ বিবেচনায় ঢাকায় ১৪, চট্টগ্রামে দুই, রাজশাহী এক খুলনায় এক, রংপুরে তিন ময়মনসিংহে দুই জনের মৃত্যু হয়েছে।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। বর্তমানে চলছে সংক্রমণের নবম মাস।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ লাখ ৩৬ হাজার ৪৫১ জন। মোট শনাক্ত হয়েছে আট কোটি ৪৪ লাখ ৩৩ হাজার ৩৯৫ জন। এর মধ্যে সুস্থ ৫ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৭১৫ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৬তম। আর মৃতের দিক থেকে ৩২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।