জন্মগত হৃদ্রোগে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন সরকার প্রধান।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া এই চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ সফি আহমেদ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, জন্মগত শিশু হৃদ্রোগীদের অপারেশন ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে এই সহায়তা করা হয়েছে।
অধ্যাপক সফি নিউজবাংলাকে বলেন, ‘সার্জারি ছাড়া সব চিকিৎসাই করা হবে বিনা মূল্যে। কেবল গরিব ও অসহায় মানুষরাই এই সুবিধা পাবে।’
কবে থেকে এই কার্যক্রম শুরু হবে- জানতে চাইলে শিশু হাসপাতালের পরিচালক বলেন, ‘এক থেকে দুই মাসের মধ্যে এটি শুরু হবে বলে আমরা আশাবাদী।’
শিশুদের জন্মগত হৃদ্রোগের সমস্যা একেবারে বিরল নয়। যুক্তরাষ্ট্রে প্রতি হাজার শিশুর মধ্যে আট জনের এই সমস্যা থাকে। এক দশক আগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণাতেও একই তথ্য উঠে এসেছে।
এই সমস্যাটি বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ চাপ সৃষ্টি করছে।
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের এক জন চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, হৃদ্রোগ নিয়ে জন্মের এক মাসের মধ্যে শতকরা ২০ ভাগ মারা যাচ্ছে যথাযথ চিকিৎসার অভাবে।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক জানান, বছরে তিনশ থেকে সাড়ে তিনশ রোগী আসে তাদের হাসপাতালে।
নিম্ন আয়ের মানুষ চিকিৎসা ব্যয়ের কারণেই শিশুদের নিয়ে হাসপাতালে আসতে চায় না।