যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে করোনাভাইরাসের নতুন ধরনটির সংক্রমণের বিস্তৃতি আরও বেড়েছে। এই ধরন এবার শনাক্ত হয়েছে ভারতেও।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানায়, তাদের দেশে ছয় জনের শরীরে করোনার নতুন ধরনটির সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত সবাই সম্প্রতি ইংল্যান্ড থেকে এসেছেন।
ছয় জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। তাদের ভ্রমণ সঙ্গীদেরও নজরদারিতে রাখার চেষ্টা চলছে।আরও পড়ুন: নতুন ধরনের করোনার কারণেই বাড়ছে আক্রান্ত
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আক্রান্ত ছয় জনের সংস্পর্শে আসাদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, তাদের দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বর্তমানে যে ধরনটি বিশ্বজুড়ে মহামারি ঘটাচ্ছে সেটি থেকে নতুনটি ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে।
এমন খবর পাওয়ার পর পরই বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত।