বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাজ্যের নতুন করোনা ফ্রান্সে

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৫

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিটি ২১ ডিসেম্বর হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তিনি ফ্রান্সের নাগরিক হলেও বাস করেন যুক্তরাজ্যে। তবে তার অন্যকোনো শারীরিক জটিলতা দেখা যাচ্ছে না।

যুক্তরাজ্যে সম্প্রতি শনাক্ত হওয়া অত্যন্ত ছোঁয়াচে করোনাভাইরাসের নতুন ধরনটির বিস্তৃতি আরও বাড়ছে। এবার এটির নমুনা শনাক্ত হয়েছে পাশ্ববর্তী ফ্রান্সে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার জানানো হয়, গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে আসা মধ্য তোর শহরের তাদের এক নাগরিকের শরীরে করোনার নতুন ধরনে আক্রান্ত।

তবে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো লক্ষণ নেই। নিজ বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্টে গত ১৪ ডিসেম্বর করোনার নতুন রূপ শনাক্তের কথা জানিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, নতুন ধরনটি মহামারি ছড়ানো চলমান কোভিড থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছোঁয়াচে।

এমন খবরের পর যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ফ্রান্স, জার্মানি, কানাডা, ভারত, পাকিস্তানসহ প্রায় ৪০টি দেশ।

ফ্রান্সও দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল। কিন্তু বুধবার সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে ফ্রান্সে আসার আগে অবশ্যই করোনার নেগেটিভ সনদ দেখাতে হচ্ছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিটি ২১ ডিসেম্বর হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তিনি ফ্রান্সের নাগরিক হলেও বাস করেন যুক্তরাজ্যে। তার অন্যকোনো শারীরিক জটিলতা দেখা যাচ্ছে না।

ভাইসার সংক্রান্ত রোগ জীবাণুর বিবর্তন বিষয়ক ওয়েবসাইট নেক্সটট্রেইনের তথ্যমতে জানা গেছে, যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করোনার নতুন ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও।

গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে জানানো হয়, তাদের দেশে করোনার নতুন যে ধরনটি পাওয়া গেছে তা প্রথম শনাক্ত হয় সেপ্টেম্বরের দিকে। সম্প্রতি দেশটিতে করোনার বিস্তার ব্যাপকভাবে বাড়ার পেছনে এই ধরনটি দায়ী হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর