দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে আরও এক হাজার ১৬৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১১৩ জনসহ মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন।
গত এক দিনে ১৬৩ টি ল্যাবে ১৩ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৬.১১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৪৭ শতাংশ; মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে দশোর্ধ্ব এক, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব পাঁচ ও ষাটোর্ধ্ব ১০ জন।
বিভাগ হিসাবে ঢাকায় ১২, চট্টগ্রামে তিন, খুলনায় দুই ও রংপুরে এক ও ময়মনসিংহে দুই জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত ৯ মাসের মধ্যে এক দিনের সর্বোচ্চ রোগী শনাক্ত হয় গত ২ জুলাই। ওই দিনে রোগী শনাক্তের সংখ্যা ছিল ৪ হাজার ১৯ জন। ওই দিন মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়ায়।
গত ৩০ জুন এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই দিন করোনায় ৬৪ জনের মৃত্যু হয়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। মোট শনাক্ত হয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৬১৫ জন। সুস্থ হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ২৪০ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৬তম। আর মৃতের দিক থেকে ৩৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।