দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৯ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে ১৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৫৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৬.১৭ শতাংশ।
সুস্থতার হার ৮৮.০১ শতাংশ। মৃত্যুহার ১.৮৬ শতাংশ।
মৃত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নয় নারী রয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ৫, পঞ্চাশোর্ধ্ব ৫, ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছে।
বিভাগ অনুযায়ী, ঢাকায় ১৬, চট্টগ্রামে ৯, বরিশালে ১, রাজশাহীতে ১, খুলনায় ১ ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।