বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইডলাইন মানলে সংক্রমণ কমবে ২০ শতাংশ: ফেরদৌসী

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৯

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই গাইডলাইন নয় বার সংশোধন করা হয়েছে। গাইডলাইনে ২৯টি নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় গাইডলাইন মেনে চললে সংক্রমণের হার ২০ শতাংশ কমিয়ে আনা সম্ভব বলে মত দিয়েছেন আইইডিসিআরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী।

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় গাইড লাইনসমূহের মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজনীয়তা বিষয়ক অবহিতকরণ সভা’য় তিনি এ মত দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই গাইডলাইন নয় বার সংশোধন করা হয়েছে। গাইডলাইনে ২৯টি নির্দেশনা দেয়া হয়েছে।

শাহনীলা ফেরদৌসী বলেন, ‘আমরা গবেষণায় দেখেছি, কোভিড-১৯-এর জন্য করা গাইডলাইন মেনে চললে সংক্রমণ ২০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমাদের এই গাইডলাইন তৈরি করা হয়েছে।’

অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘তিন কোটি করোনা টিকা ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, জানুয়ারির মাঝামাঝি এই টিকা হাতে পাব। আর জানুয়ারির শেষে প্রয়োগ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘করোনার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পাশে ছিলেন। ১৫ দিনে চার হাজার চিকিৎসক নিয়োগ দেয়ায় ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা বিনামূল্যে দেয়া হয়েছে। আক্রান্তদের ১৪ দিনের চিকিৎসা বিনা মূল্যে দেয়া হয়েছে।’

টিকা ক্রয় নিয়ে জাহিদ মালেক বলেন, ‘৬ মাসে ৫০ লাখ করে তিন কোটি টিকা আসবে। প্রতিটা আনতে পাঁচ ডলার আর সাথে লোকাল খরচ হবে। প্রতি ব্যক্তির জন্য দুইটি ডোজ। এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে আনা হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, স্বাস্থ্যসচিব আবদুল মান্নান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলানসহ অনেকেই।

এ বিভাগের আরো খবর