দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৩ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজাার ১৯৮ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪২৩।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এক দিনে সুস্থ হয়েছে ২ হাজার ৫৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন। সুস্থতার হার ৮২.১৮ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবে ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে দশের মধ্যে ১, বিশোর্ধ্ব ১, ত্রিশোর্ধ্ব ৩, চল্লিশোর্ধ্ব ৪, পঞ্চাশোর্ধ্ব ৪, ষাটোর্ধ্ব ২৫ জন।
বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এ ছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন হাসপাতালে ও এক জন বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।