দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা যাচ্ছে, এসব মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা বিভাগে, ৩ হাজার ৫১৭ জন।
মৃত্যুতে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, এক হাজার ২৫৪ জন। এ ছাড়া রাজশাহী ৪০১, খুলনা ৪৯৫, বরিশাল ২১৯, সিলেট ২৬৪ রংপুর ২৯৮ ও ময়মনসিংহ বিভাগে ১৩২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০৮ জনের শরীরে। তাতে মোট শনাক্ত হয়েছে চার লাখ ৬০ হাজার ৬১৯ জন।
২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
গত এক দিনে সুস্থ হয়েছেন দুই হাজার ২০৯ জন। এ নিয়ে সুস্থ হলেন তিন লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী আট জন। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ২৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন; বিশোর্ধ্ব ও চল্লিশোর্ধ্ব আছেন একজন করে। এ ছাড়া একটি শিশুর মৃত্যু হয়েছে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের অষ্টম মাস চলছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ লাখ ৫০ হাজার ৯০৬ জন। মোট শনাক্ত হয়েছে ছয় কোটি ২০ লাখ ৭১ হাজার ৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৭৪৫ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৫তম। আর মৃতের দিক থেকে ৩৩তম।