বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা ১০ দিন শনাক্ত হচ্ছে দেড় হাজারের বেশি

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১৬:৩০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৮৭ জনে।

দেশে টানা ১০ দিনের মতো দেড় হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৮৭ জনে।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ১৬৫ জন। এ নিয়ে শনাক্ত হলো চার লাখ ৫৪ হাজার ১৪৬ জন।

গত ১৬ নভেম্বর রোগী শনাক্তের সংখ্যা ছিল দুুই হাজার ১৩৯।

গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৬ হাজার ১ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

এ সময়ে সুস্থ হয়েছে দুই হাজার ৩০২ জন। এ নিয়ে সুস্থ হলেন তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। বয়স বিবেচনায় চল্লিশোর্ধ্ব পাঁচ, পঞ্চাশোর্ধ্ব ১২ ও ষাটোর্ধ্ব ২২ জন।

শতাংশ হিসাবে পুরুষ মৃত্যুর হার ৭৬ দশমিক ৮ শতাংশ। নারীদের ক্ষেত্রে এ হার ২৩ দশমিক ২ শতাংশ।

বিভাগ অনুযায়ী, ঢাকায় ২৬, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে তিন, খুলনাতে দুই, সিলেটে এক ও রংপুরে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের অষ্টম মাস চলছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ লাখ ১৭ হাজার ১ জন। মোট শনাক্ত হয়েছে ৬ কোটি ১৯ লাখ ৭ হাজার ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ২৬৯ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৫তম। আর মৃতের দিক থেকে ৩৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর