বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোন ত্বকে কোন রেটিনল

  •    
  • ২১ নভেম্বর, ২০২০ ১৭:৩৮

বার্ধক্যের ছাপ রোধেও অনেকে রেটিনল ব্যবহার করেন। তবে কোন ধরনের রেটিনল ত্বকের সঙ্গে মানানসই তা হয়তো জানেন না সবাই। তাদের জন্য সমাধান বাতলে দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ কিরণ।

রূপচর্চা শিল্পে বহুল আলোচিত একটি নাম রেটিনল। জেলটিতে রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ও ‘সি’। এটি মুখের বলিরেখা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

বার্ধক্যের ছাপ রোধেও অনেকে রেটিনল ব্যবহার করেন। তবে কোন ধরনের রেটিনল ত্বকের সঙ্গে মানানসই তা হয়তো জানেন না সবাই। তাদের জন্য সমাধান বাতলে দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ কিরণ।

ত্বকের তিনটি ধরন অনুযায়ী রেটিনল ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডা. কিরণ।

তৈলাক্ত

আপনার ত্বকের ধরন তৈলাক্ত হলে সহজেই ব্যবহার করতে পারবেন রেটিনল। এটি ত্বকের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যাবে; মনেই হবে না মুখে কিছু মেখেছেন। এটি আপনার ত্বকে শুষ্ক অনুভূতি আনবে।

তবে মনে রাখবেন ত্বকে ব্রণের প্রবণতা থাকলে প্রথমে ব্যবহারে অন্যরকম অনুভূতি হতে পারে। তবে নিয়মিত মাখতে থাকলে অস্বস্তি দূর হয়ে যাবে।

তৈলাক্ত ত্বক থাকা লোকজন ঘন ঘন রেটিনল প্রয়োগ করলে সানস্ক্রিনও ব্যবহার করতে হবে। সূর্য ও রেটিনল ভালোভাবে খাপ খায় না।

সাধারণ

হাইলুরোনিক অ্যাসিডযুক্ত প্যাক রেটিনল আপনার ত্বকের ধরনের জন্য দারুণ কাজ করবে। তবে রেটিনল যেহেতু ত্বককে শুকিয়ে দেয়, সেহেতু এটি বিরতি দিয়ে ব্যবহার করতে হবে। রেটিনলের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করা অন্য পণ্যগুলোও চালু রাখুন।

শুষ্ক

এ ধরনের ত্বকে রেটিনল ‘ময়েশ্চারাইজিং বেজ’ হিসেবে কাজ করবে। রেটিনল ব্যবহারের আগে নিশ্চিত করতে হবে যে, এতে ভিটামিন ‘ই’ বা ওমেগার মতো অন্য পুষ্টিকর উপাদান আছে কি না।

রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘন রেটিনল ব্যবহার করতে পারেন। ঘুমের মধ্যে এটি বেশ কাজ করবে।

সবসময় মনে রাখতে হবে, সবচেয়ে ভালো ফল পেতে শুধু রাতেই ব্যবহার করা উচিত রেটিনল।

ডা. কিরণ আরও বলেন, ‘এটি প্রতিদিন ব্যবহার করবেন না। তবে সপ্তাহে দুই বার ব্যবহার করুন, যাতে আপনার ত্বকে জ্বালাপোড়া না হয়; অভ্যস্ত হয়ে যায়।’

এ বিভাগের আরো খবর