বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানীয় হচ্ছে কফি। শরীর ও মন চাঙা করতে এর জুড়ি নেই।
কফির প্রধান উপাদান ক্যাফেইন। অনেক গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন মানসিক শক্তি জোগায়। আবার অনেক গবেষক দেখিয়েছেন, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এসব তর্ক-বিতর্কের বাইরে আপনি কি জানেন, ক্যাফেইন চুলের জন্য কতটা উপকারী?
জেনে নিই চুলের যত্নে কফি তথা ক্যাফেইনের ভূমিকা:
চুল পড়া বন্ধ করে: নারী হোক বা পুরুষ কেউই চুল হারাতে পছন্দ করেন না। তবে অনেকের দেখা যায়, নানা কারণেই চুল পড়ছে। কফিতে থাকা ক্যাফেইন চুলের জন্য দুর্দান্ত। পানির সঙ্গে কফির গুড়ো মিশিয়ে চুলের গোড়ায় লাগান। এতে গোড়া শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে।
চুল বাড়তে সাহায্য করে: চুলের দৈর্ঘ্য এবং গুণমান চুলের গ্রন্থিকোষের স্বাস্থ্যের ওপর নির্ভর করে। গ্রন্থিকোষ দুর্বল হলে চুল বাড়তে পারে না। কফির ক্যাফেইন চুলের গ্রন্থিকোষে পুষ্টির জোগান দেয়। ফলে চুল বাড়তে থাকে।
চুলের মাস্ক হিসেবে ব্যবহার: চুলের মাস্ক হিসেবে কফি ব্যবহার করা যেতে পারে। এক টেবিল চামচ মধু ও জলপাই তেল নিন। এরপর দুই চা চামচ কফি পাউডার যুক্ত করুন। তারপর মিশ্রণটি চুলে প্রয়োগ করুন। প্রায় আধা ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চুল রেশমি, কোমল ও ঝলমলে হয়ে গেছে।
মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়: কফি ও তেলের মিশ্রণ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়াকে সজীব করে। চুলে লাগনোর দুই কাপ তেল একটি প্যানে ঢালুন এবং এক কাপের চার ভাগের এক ভাগ কফি গুড়ো মেশান। মিশ্রণটি ঢেকে রেখে কমপক্ষে আট ঘণ্টা কম আঁচে জ্বাল দিন। যাতে পুড়ে না যায় সেজন্য এক ঘণ্টা পর পর নেড়ে দিন। এরপর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন এবং শীতল ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন। মিশ্রণটি মাথার ত্বকে লাগান। আধ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলকে রঙিন করে: কফির ক্যাফেইন চুলকে প্রাকৃতিকভাবে রং করতে সহায়তা করে। বিশেষ করে ধূসর চুল রং করতে কফি বেশ কার্যকর।
সূত্র: দি স্ট্যানডার্ড