বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিঙ্গ সমতায় শহরের নাম বদল করল ফ্রান্স

  •    
  • ৫ জানুয়ারি, ২০২৩ ১৪:৫০

ফরাসিতে ‘পঁতা’ শব্দটি পুরুষবাচক, এটি পরিবর্তন করে এক বছরের জন্য নারীবাচক ‘পঁতে’ রাখা হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের নাম পরিবর্তন হলেও রাস্তাঘাটের নামে হেরফের আসছে না। 

লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে শহরের নাম বদলানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের পঁতা শহরের মেয়র বার্ট্রান্ড কার্ন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেয়া টুইটে তিনি এ ঘোষণা দেন।

ফরাসিতে ‘পঁতা’ শব্দটি পুরুষবাচক, এটি পরিবর্তন করে এক বছরের জন্য নারীবাচক ‘পঁতে’ রাখা হয়েছে। চলতি বছর জুড়ে নতুন এই নামে চলবে শহরটির কার্যক্রম।

পঁতা শহরের মেয়র বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে লিঙ্গ সমতার উন্নতি হলেও বিষয়টি এখনও পুরোপুরি ঠিক হয়নি। এখনও নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান।’

পঁতে (সাবেক পঁতা) কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের নাম পরিবর্তন হলেও রাস্তাঘাটের নামে হেরফের আসছে না। শহরের নাম পরিবর্তনের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একে স্বাগত জানিয়েছেন, তবে বিদ্রুপও করেছেন অনেকে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে ২০২২ সালে ফ্রান্সের অবস্থান ছিল ১৫তম।

গত বছর দেশটির প্রধানমন্ত্রী হন ৬১ বছর বয়সী এলিজাবেথ বোর্ন। তিনি দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

স্ত্রীকে চড় মারার অভিযোগে ফ্রান্সের কট্টর বামপন্থি দলের তরুণ নেতা অ্যাড্রিয়েন কোয়াটেনেনসকে ডিসেম্বরে চার মাসের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনার জেরে যৌন হয়রানি ও নারীদের ওপর শারীরিক নির্যাতন ইস্যুতে উত্তাল ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন।

এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর তিন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ বিভাগের আরো খবর