সংসারে সবচেয়ে জরুরি ও কঠিন কাজগুলো নারীরাই করেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ঘরে শান্তি নিশ্চিত করে তারাই আবার সমাজকে এগিয়ে নেয়ার পক্ষে ভূমিকা রাখছেন বলেও মনে করেন তিনি।
মন্ত্রী বলেছেন, নারীকে তার যোগ্য সম্মান দিতে হবে।
পুলিশ সপ্তাহে বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ নারী কল্যাণ সমিতি বা পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারীদের এগিয়ে যাওয়ার কারণেই বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূল কারণ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘কোনো একটি সমাজ, কোনো একটি রাষ্ট্রের যদি এগিয়ে যেতে হয় সেখানে নারী-পুরুষের সমান অংশীদার লাগে, সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনও তার যে সম্ভাবনা আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে না।’
তিনি বলেন, “অনেক নারীকে কী করেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি কিছুই করি না।’ অথচ তিনি সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি ও সবচেয়ে কঠিন কাজ সারা দিন করেন। সেটা হচ্ছে ঘর সামলানো, সংসার করা। নারীরা আর সর্বত্র, নারীদের জয় সর্বত্র।”
মন্ত্রী বলেন, ‘মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে তার কাজের জায়গায় সাফল্য লাভ করে। কাজেই ওই সাফল্যের আপনারা বড় অংশীদার।’
পুনাকের জনসচেতনতামূলক কার্যক্রম ও তাদের তৈরি পণ্যের প্রশংসাও করেন দীপু মনি।