বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরানে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ০৯:২৭

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের পরিচালক আমিরি-মোগাদ্দাম বলেন, '১০৯ দিন পরও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি ইরান সরকার। এ জন্য তারা ভয় দেখাতে চাইছে।'

ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আরও দুই যুবককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সোমবার এমন দাবি করেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, মাজানদারান প্রদেশের পশ্চিমাঞ্চলীয় শহর নওশহরে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগানোর অভিযোগে ১৮ বছর বয়সী বিক্ষোভকারী মেহেদি মোহাম্মদিফার্দকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 'ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা' ও 'পৃথিবীতে দুর্নীতির' অভিযোগ তুলে একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে এই রায় দেয়। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম জানান, ইরানে বিক্ষোভে অংশ নেয়ায় এখন পর্যন্ত যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের মধ্যে মোহাম্মদিফার্দের বয়স সবচেয়ে কম।

ইরানের বিচার বিভাগ সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া আরেক যুবকের নাম মোহাম্মদ বরোঘানি। 'ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার' অভিযোগে ইরানের সুপ্রিম কোর্ট গত ডিসেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে।প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ বছর বয়সী বরোঘানির বিরুদ্ধে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পাকদাশ্তে নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্যের ওপর ছুরি হামলা ও সরকারি অফিসে আগুন লাগানোর অভিযোগ রয়েছে ।

আইএইচআর পরিচালক বলেন, ১০৯ দিন পরও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি ইরান সরকার। এ জন্য তারা ভয় দেখাতে চাইছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরানে অন্তত ১০০ জন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত দুজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে।

এ বিভাগের আরো খবর